ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

সুন্দরগঞ্জে ২৬ প্রার্থীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
সুন্দরগঞ্জে ২৬ প্রার্থীর জরিমানা

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ প্রার্থীর কাছ থেকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ মার্চ) সকাল থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল আলম।



তিনি বাংলানিউজকে জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদ প্রার্থীদের কাছ থেকে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ৩১ মার্চ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৯২, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮৯ ও সাধারণ সদস্য পদে ৫৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদ প্রার্থী ৯২ জনের মধ্যে দলীয়ভাবে ৩৮ জন ও স্বতন্ত্রভাবে ৫৪ জন নির্বাচন করছেন।

১৩ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৯৩ হাজার ৫৬৫ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৪২ হাজার ৬০১ জন ও নারী এক লাখ ৫০ হাজার ৯৬৪ জন। ১৩ ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ডের সংখ্যা ৩৯, সাধারণ ওয়ার্ডের সংখ্যা ১১৭। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১২৪, ভোট কক্ষ রয়েছে ৮১৭টি।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।