ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

ঝালকাঠিতে মেয়র প্রার্থীর বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
ঝালকাঠিতে মেয়র প্রার্থীর বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

ঝালকাঠি: ঝালকাঠি পৌরসভার বর্তমান মেয়র ও এবারের স্বতন্ত্র মেয়র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) মো. আফজাল হোসেনের বিরুদ্ধে একশ’ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।

বুধবার (১৬ মার্চ) দুপুরে ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মো. লিয়াকত আলী তালুকদার বাদী হয়ে ঝালকাঠি সিনিয়র যুগ্ম জেলা জজ প্রথম আদালতে মামলাটি দায়ের করেন।



আদালতের বিচারক শরীফ মো. সানাউল হক মামলাটি আমলে নিয়ে ২১ মার্চ এর শুনানির দিন ধার্য করেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এসএম ফজলুল হক এসব তথ্য জানিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, স্বতন্ত্র মেয়র প্রার্থী আফজাল হোসেন নির্বাচনী প্রচারণাকালে বিভিন্ন সময় বাদীকে রাজাকারসহ বিভিন্ন কটূক্তি করেন। এতে লিয়াকত আলীর ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় শত কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।