ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় আ’লীগের ৩৫ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
খুলনায় আ’লীগের ৩৫ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বহিষ্কার

খুলনা: খুলনা জেলা আওয়ামী লীগের ৩৫ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী হওয়ায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।



সাময়িক বহিষ্কৃত বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা হলেন- দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের গাজী হাফিজুর রহমান ও দিঘলিয়া সদরের হায়দার আলী মোড়ল।

কয়রা উপজেলা সদরে এস এম শফিকুল ইসলাম, মহেশ্বেরপুরে বিজয় কুমার সরদার, বাগালী ইউনিয়ন আব্দুস  সাত্তার পাড়, দক্ষিণ বেতকাশী ইউনিয়নে মিজানুর রহমান খোকা, উত্তর বেতকাশীতে শেখ লুৎফর রহমান ও বাগালীতে রেজাউল গাইন।

পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নে সরদার গোলাম মোস্তফা, লতায় চিত্তরঞ্জন মণ্ডল, দেলুটিতে দিজেন্দ্রনাথ মণ্ডল ও গদাইপুরে শেখ সোহরাওয়ার্দী।
 
ডুমরিয়া উপজেলা সদরে আব্দুস সালাম মাঝি, গুটুদিয়ায় কাজী নুরুল ইসলাম, খর্নিয়ায় মেহেদী হাসান বিপ্লব, রুদঘরায় গাজী তৌহিদুল ইসলাম, শোভনায় সুরঞ্জিত বৈদ্য, মাগুরখালীতে     কার্তিক চন্দ্র মণ্ডল, শরাফপুরে শেখ রবিউল ইসলাম রবি, সাহসে শেখ রিপন ও  ভাণ্ডারপাড়ায় শফিকুল ইসলাম লিটু।

তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নে কামরুজ্জামান ওয়ালিছ, মধুপুরে কাজী কামাল হোসেন, সাচিয়াদাহ    উকিল উদ্দিন লস্কর, বারাসাত তরিকুল ইসলাম মোল্লা ও আজগড়ায় বাদশা মল্লিক।

বটিয়াঘাটা উপজেলার জলমায় ভগবতি গোলদার, বটিয়াঘাটা সদরে মনোরঞ্জন মণ্ডল, গঙ্গারামুপুরে রামপ্রসাদ রায়, রনজিত রায়, ভান্ডারকোটে ইসমাইল হোসেন বাবু ও আমিরপুরে হুজ্জত আলী।

ফুলতলা উপজেলার জামিরায় মনিরুল ইসলাম সরদার। দাকোপ উপজেলা সদরেসঞ্জয় কুমার, লাউডোবে সরজিত কুমার রায় ও কামার খোলা ইউনিয়নে সমরেশ রায়।

বুধবার (১৬ মার্চ) রাত ৯টায় খুলনা জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট ফরিদ আহমেদ বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবারই প্রথম দলীয় চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রার্থী তালিকা অনুমোদন করেন। ২২ মার্চ ২০১৬ অনুষ্ঠেয় খুলনা জেলার ৬৭টি ইউনিয়নের তৃণমূলের সুপারিশ অনুযায়ী প্রার্থীদের কেন্দ্র থেকে দলীয় প্রতীক নৌকা বরাদ্দ করা হয়। কিন্তু কোনো কোনো ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হয়েছেন।

এই বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে দলীয় নেতাকর্মীরা বিভ্রান্ত হয়েছেন এবং দলীয় প্রার্থীর বিজয় হুমকির সম্মুখীন। এটি দলের গঠনতন্ত্র অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের শামিল। এ কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অমান্য করায় ৩৫ জন চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হলো।

তিনি আরও বলেন, এসব বিদ্রোহী প্রার্থীদের পক্ষে যেসব দলীয় নেতাকর্মী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছেন তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা,  মার্চ ১৬, ২০১৬
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।