ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

নতুন প্রজন্মের মধ্যে আলো ছড়াতেই আ’লীগের রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
নতুন প্রজন্মের মধ্যে আলো ছড়াতেই আ’লীগের রাজনীতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: আওয়ামী লীগ নতুন প্রজন্মের মধ্যে আলো ছড়াতে রাজনীতি করে। সঠিক ইতিহাস বিকৃত করে যারা পাকিস্তানের দালালি করে নতুন প্রজন্মকে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে।

জানতে হবে বাংলাদেশের সঠিক ইতিহাস।

বুধবার (১৬ মার্চ) বিকেলে রাজশাহীর চারঘাট উপজেলার মোক্তারপুর নাওদাড়া গ্রামের নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।    

শাহরিয়ার আলম বলেন, ২০১৭ সালের মধ্যে চারঘাট-বাঘা উপজেলার প্রতিটি পাড়া, প্রতিটি মহল্লা, প্রতিটি মসজিদ, মাদ্রাসায় শতভাগ বিদ্যু‍ৎ পৌঁছে দেওয়া হবে। একটিও বাড়ি বা প্রতিষ্ঠান বিদ্যুতের আলো থেকে বঞ্চিত থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার অন্ধকারকে দূর করতে প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুতের ব্যবস্থা করে যাচ্ছেন।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, নদী ও প্রকৃতি বাঁচাতে মরা নারদ নদী পুনঃখনন করে প্রকৃতির ভারসাম্য রক্ষার কাজ চলছে। নারদ নদী দখল করে কেউ স্থাপনা তৈরি করলে কোনো অবস্থাতেই তাদের ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীর চারঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে নাওদাড়া দ্বী-মুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম। বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ, সরদহ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল ইসলাম, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।