ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

কোতোয়ালি থানা বিএনপি’র সভাপতির মৃত্যুতে ফখরুলের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
কোতোয়ালি থানা বিএনপি’র সভাপতির মৃত্যুতে ফখরুলের শোক ছবি: প্রতীকী

ঢাকা: ফরিদপুর জেলার কোতোয়ালি থানা বিএনপি’র সভাপতি খন্দকার চাঁনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর।



বৃহস্পতিবার (১৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোকবাণী জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরিদপুর জেলাধীন কোতোয়ালি থানা বিএনপি’র সভাপতি খন্দকার চাঁনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি, আদর্শ ও বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের একান্ত অনুসারী মরহুম খন্দকার চাঁন কোতোয়ালি থানা বিএনপিকে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে যে নিরলস পরিশ্রম করেছেন তা নেতাকর্মীর মনে চিরস্মরণীয় হয়ে থাকবে।

মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।