ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

পৌর নির্বাচন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সংবাদ সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা ১১টায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাফিজুর রহমান মোল্লা কচির দক্ষিণ মৌড়াইল এলাকার বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।



সম্মেলনে লিখিত বক্তব্যে মেয়র প্রার্থী কচি নির্বাচনের আগে বিএনপি নেতাকর্মীদের গণহারে  গ্রেফতার, পুলিশি হয়রানি, প্রতিদ্বন্দী প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচন কমিশনের অসহায়ত্বের কথা তুলে ধরেন।

তিনি বলেন, আওয়ামী লীগ প্রার্থীকে জেতাতে প্রশাসনের মহাপরিকল্পনা বাস্তবায়নে নেমেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। গত কয়েকদিনে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৪৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে নির্বাচনী পরিবেশ ও সমঅধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক এবিএম মোমিনুল হকসহ যুবদল ও ছাত্রদলের জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।