ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

সূবর্ণচরে বিএনপি প্রার্থীদের সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
সূবর্ণচরে বিএনপি প্রার্থীদের সংবাদ সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: ইউনিয়ন পরিষদের (ইউপি)  নির্বাচন  সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নোয়াখালীর সূবর্ণচর উপজেলার ৮টি ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে জেলা আইনজীবী সমিতির হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে জেলা ও উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে দাবি তুলে ধরেন উপজেলার ১নং চরজব্বর ইউনিয়নের বিএনপি প্রার্থী মো. আবদুল্লাহ, ২নং চরবাটা ইউনিয়নের প্রার্থী নুর মাওলা, ৩নং চরক্লার্ক ইউনিয়নের প্রার্থী বশির আহমেদ, ৪নং চর ওয়াপদা ইউনিয়নের প্রার্থী জামাল উদ্দিন, ৫নং চরজুবলী ইউনিয়নের প্রার্থী নিজাম উদ্দিন ফারুক, ৬নং চর আমানউল্যা ইউনিয়নের প্রার্থী আবুল কাশেম, ৭নং পূর্ব চরবাটা ইউনিয়নের প্রার্থী জামাল উদ্দিন গাজী ও ৮নং মোদাম্মদপুর ইউনিয়নের প্রার্থী খায়রুল আলম সেলিম।

লিখিত বক্তব্যে তারা জানান, দলের সিদ্ধান্তে নানা প্রতিকূলতার মধ্যেও তারা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে কয়েকদিন ধরে আওয়ামী লীগের প্রার্থী ও কর্মী-সমর্থকরা তাদের প্রচার-প্রচারণায় নানাভাবে বাধা প্রদান করছেন।

এছাড়া পুলিশ প্রশাসনও বিএনপি সমর্থক-ভোটারদের গ্রেফতারসহ নানাভাবে হয়রানি করছে। এতে সূবর্ণচরের ৮টি ইউনিয়নে বিএনপির সমর্থক ও সাধারণ ভোটাররা আতঙ্কে রয়েছেন।

এ পরিস্থিতিতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের কাছে তারা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জোরালো দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।