ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

মঠবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
মঠবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত ৬

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের সাফা বাজারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের ছয় সমর্থককে পিটিয়ে আহত করেছে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা।

এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ছয়টি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।



বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সাফা বাজার এলাকায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের সমর্থকেরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের সমর্থকেরা তাদের ওপর হামলা চালায়। এতে রফিকুল ইসলামের সমর্থক আবদুল বারেক (৫৫), এমাদুল আকন (৪০), আবদুল মালেক মোল্লা (৪০), শাহীন শরীফ (৩৫), মো. সানাউল হক (২৩) ও মাসুম হাওলাদার (২৫) আহত হন। এ সময় রফিকুল ইসলামের সমর্থকদের ছয়টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফরিদ উদ্দিন, মঠবাড়িয়া সার্কেলের এএসপি মোস্তফা কামাল ও  খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।