ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

মুলাদীতে আ.লীগের বিদ্রোহী প্রার্থী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
মুলাদীতে আ.লীগের বিদ্রোহী প্রার্থী কারাগারে

বরিশাল: কাফনের কাপড় পড়ে কবর খুঁড়ে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি জানানো বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার ইউসুফ আলী হাওলাদারকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১৯ মার্চ) দুপুরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠায় পুলিশ।



এরআগে পুলিশ বাদী হয়ে আত্মহত্যা চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করে বলে জানিয়েছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান।

তিনি জানান, মামলা দায়ের পর বিশেষ ব্যবস্থায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শুক্রবার কাফনের কাপড় পড়ে সাবেক চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থী ইউসুফ আলী হাওলাদার সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে একটি কবর খুঁড়েন। এ সময় তিনি  আত্মহত্যার হুমকি দেন। পরে দুপুরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।