ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

মুন্সীগঞ্জে আ.লীগের ৬ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
মুন্সীগঞ্জে আ.লীগের ৬ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

মুন্সীগঞ্জ: দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় তিন ও সিরাজদিখান উপজেলায় তিনজন সহ আওয়ামী লীগের ছয় নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৯ মার্চ) বিকেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান বাংলানিউজকে জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ওই নেতাদের বহিষ্কার করা হয়েছে।



বহিষ্কৃতরা হলেন, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ ঢালু, বাড়ৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সেলিম তালুকদার ও তন্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলী আকবর এবং সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফেজ ফজলুর হক, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মো. নাসিরউদ্দিন ও সদস্য মো. হাবিবুর রহমান সোহাগ।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।