ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

সুন্দরগঞ্জে ৫ চেয়ারম্যানসহ ১৪ প্রার্থীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
সুন্দরগঞ্জে ৫ চেয়ারম্যানসহ ১৪ প্রার্থীকে জরিমানা

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৫ চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৯ মার্চ) সকাল থেকে বিকেলে ৫টা পর্যন্ত এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল আলম।



চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বামনডাঙ্গা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী সমেশ উদ্দিন বাবু, জাপার প্রার্থী রেজাউল হক রেজা, স্বতন্ত্র প্রার্থী সসম উদ্দিন বাদশা,  জাহিদুল ইসলাম জাভেদ ও সোনারায় ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ বদিরুল আহসান সেলিম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল আলম বাংলানিউজকে জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারন সদস্য প্রার্থীদের প্রত্যেককে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।