ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

রাত পোহালেই ভাঙ্গা পৌরসভা নির্বাচন

রেজাউল করিম বিপুল, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
রাত পোহালেই ভাঙ্গা পৌরসভা নির্বাচন

ফরিদপুর: প্রচার-প্রচারণা শেষ। এখন ব্যালটে সিলের অপেক্ষা।

রাত পোহালেই ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নির্বাচন। কে কতোটুকু ভোটারের মন জয় করতে পেরেছেন, তারই ফলাফলের অপেক্ষার পালা চলছে এখন।
 
প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মীসহ ভোটারদের মাঝে ভোট উৎসবের আমেজ দেখা দিয়েছে। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা ব্যস্ত সময় পার করেছেন। পৌর এলাকার প্রতিটি পাড়া-মহল্লায় ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রæতি নিয়ে দ্বারে দ্বারে ঘুরেছেন তারা।

তবে প্রার্থী যিনিই হোন না কেন, ভাঙ্গা পৌরসভা নির্বাচনকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য কাজী জাফরউল্লাহ এবং বর্তমান সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর মর্যদার লড়াই হিসেবই দেখছেন সাধারণ ভোটাররা।

ভাঙ্গায় জাফরউল্লাহ-নিক্সনের প্রতিদ্বন্দ্বিতা গত জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু। আওয়ামী লীগের নেতা হলেও স্থানীয় রাজনীতিতে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলে আসছে। সংসদ নির্বাচনের পরে উপজেলা পরিষদের নির্বাচনেও এই দুই নেতা একে অপরের প্রতিপক্ষ হয়ে কাজ করেছেন। এবারের পৌরসভা নির্বাচনেও তার ব্যতিক্রম নয়।

নির্বাচনে ৫ জন মেয়র প্রার্থীর মধ্যে রয়েছেন কাজী জাফরউল্লাহ সমর্থিত আওয়ামী লীগের আবু ফয়েজ মো. রেজা (নৌকা প্রতীক)। তার পক্ষে জাফরউল্লাহর নেতাকর্মীরা মাঠে নেমে কাজ করেছেন। সংসদ সদস্য নিক্সন চৌধুরীর সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী আবু জাফর মুন্সী (জগ প্রতীক)। তার পক্ষে নিক্সন চৌধুরীর নেতাকর্মীরা মাঠে রয়েছেন। মেয়র পদে এই দুই প্রার্থীর মধ্যেই লড়াই হবে মনে করছেন ভোটাররা।

এছাড়া বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. অহিদুজ্জামান অহিদ, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী আছাদুজ্জামান আছাদ মিয়া (হাতপাখা) ও আরো একজন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আবুল ফজল প্রিন্স (নারকেল গাছ প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম জানান, ৫ জন মেয়র ছাড়াও কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনে ২৪ হাজার ৬৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৩৪০ জন ও নারী ভোটার ১২ হাজার ৩২২ জন। ৯টি ওয়ার্ডে ১৫টি ভোটকেন্দ্রের ৮১টি কক্ষে ভোটগ্রহণ করা হবে।

তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন করতে পুলিশ, র‌্যাব, বিজিবিসহ বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
আরকেবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।