ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

দেবিদ্বারে দুর্বৃত্তদের হামলায় বিএনপি প্রার্থী আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
দেবিদ্বারে দুর্বৃত্তদের হামলায় বিএনপি প্রার্থী আহত

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী গাজী মাসুদ হাসানকে মারধর করে গুরুতর আহত করেছে  দুর্বৃত্তরা। এ সময় তার ব্যবহৃত গাড়িটিও ভাঙচুর করা হয়।



শনিবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে নির্বাচনী প্রচারণা চালানোর সময় একদল যুবক বিএনপির প্রার্থী গাজী মাসুদ হাসানকে ধাওয়া করেন। এ সময় মাসুদ হাসান আত্মরক্ষার্থে ওই এলাকা ত্যাগ করে জাফরগঞ্জ এলাকায় এলে দুর্বৃত্তরা আটকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে তার গাড়িতে ভাঙচুর চালায়।

পরে স্থানীয়রা মাসুদ হাসানকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মী দুলাল চন্দ্র সূত্রধর বাংলানিউজকে জানান, মাসুদ হাসানের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ রয়েছে।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, শুনেছি সংঘর্ষ হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানি না।

বাংলাদেশ সময়: ২০৩৪/২৩০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।