ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ভাঙছে কাউন্সিলরদের ক্ষোভের পাহাড়

সাজেদা সুইটি, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
ভাঙছে কাউন্সিলরদের ক্ষোভের পাহাড় ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আইইবি প্রাঙ্গণ (রমনা) থেকে: দীর্ঘদিন পর কাউন্সিলের সুবাদে মনে জমা হওয়া হাজার ক্ষোভের পাহাড় ভাঙছেন বিএনপির কাউন্সিলররা।

নেতাদের নানা অযোগ্যতায় বিরক্তি প্রকাশ করে তারা বলছেন, কমিটির নামে তারা বাণিজ্য চান না আর।

বিশ্বাসঘাতক ও সুবিধাবাদী কাউকে নতুন কমিটিতে দেখতে চান না। ত্যাগী ও পরীক্ষিতদেরই দেখতে চান দলের নতুন নেতৃত্বে।

শনিবার (১৯ মার্চ) দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের দ্বিতীয় পর্বে এ ক্ষোভ তুলে ধরেন তারা।

আবারও নির্বাচিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সামনে বক্তব্যে তারা নিজেদের নানা তিক্ত অভিজ্ঞতা, বড় নেতাদের মন্দ আচরণের ফিরিস্তি তুলে ধরেন। কে কেমন কমিটি দেখতে চান, সেটিও জানান।

বরিশাল জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক আপন কুদ্দুস রহমান বলেন, শুধু বিএনপির মহাসচিব চাই না, তাকে অভিভাবক হিসেবে চাই। কেন্দ্রে বসে কেবল নির্দেশ পাঠালে হবে না, আন্দোলনে নেতৃত্ব দিতে হবে।

তিনি বলেন, নতুন কমিটিতে কোনো বেঈমান, মীরজাফর চাই না। তৃণমূল কখনো বেঈমানি করে না। দূরে তাকানোর প্রয়োজন নেই, ডানে-বামে ও পেছনে তাকালেই যথেষ্ট। দলে কোনো কুলাঙ্গার চাই না। ছাত্রদলই যুবদল হবে, তার জন্য নেতা ধার করে আনতে হবে না।

কালিয়াকৈরের হুমায়ূন কবির বলেন, কমিটির নামে যে বাণিজ্য চলে, সেটি বন্ধ করবেন। নির্বাহী কমিটিকে নিয়ে কার্যকর মিটিং না হলে সে কমিটির মূল্য নেই, তার নাম লিমিটেড কোম্পানি হলেই ভালো।

নির্বাহী কমিটির সদস্য বিলকিস শিরিন বলেন, মেয়েরা সব কর্মসূচিতে সমান ভূমিকা রেখেও কেন বড় পদ পায় না, তখন কেন এতো প্রশ্ন করা হয়? আমাদের নারী হিসেবে নয়, কর্মী হিসেবে মূল্যায়ন করুন।

টঙ্গীবাড়ীর খান মনিরুল মনি বলেন, সুবিধাবাদী নেতাদের বাদ দিন। আমাদের নেতাদের মধ্যে একদল টিভিতে চেহারা দেখাতে ব্যস্ত। আরেক দল মুখোশধারী, বড় পদে আসীন। ঢাকায় এসে তাদের ফোন বন্ধ পাই, বাসায় গিয়েও দেখা পাই না। আরেক দল এখন আন্দোলনের মিছা ফাইল এনে পদের জন্য তদবির করছেন। এদেরকে নয়, তৃণমূল থেকে নেতা দিন।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মহাসচিব ঘোষণার দাবিও তোলেন একাধিক কাউন্সিলর।

কুষ্টিয়ার কুমারখালীর সভাপতি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ, ঠাঁকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক তৈমুর রহমান, রাঙ্গামাটির মামুনুর রশিদ তাদের বক্তব্যে
খালেদা জিয়াকে দলের নেতা নির্বাচনের ভার অর্পণ করে এর সুফলের আকাঙ্ক্ষা করছেন বলে জানান। নতুন কমিটি মনের মতো দেখার আশার কথাও জানান তারা।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এসকেএস/এইচএ/

** কাউন্সিলরদের ভোটেও নির্বাচিত খালেদা-তারেক
** ফের চেয়ারপারসন খালেদা, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক
** বিএনপির কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন চলছে
** ফের সংলাপের আহ্বান খালেদার
** ভিশন’২০৩০ ঘোষণা খালেদার
** ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর ক্ষমতা বাটোয়ারা
** নতুন ধারার রাজনীতি ও সরকার প্রতিষ্ঠা করবে বিএনপি
** বাংলাদেশের জন্য বিদেশি অতিথিদের শুভকামনা
** বাংলাদেশের গণতন্ত্রের সাফল্য কামনা বিদেশি ডেলিগেটদের
** বিএনপির কাউন্সিলে খালেদা
** কাউন্সিলকে ঘিরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নেতাকর্মীদের ভিড়
** কাউন্সিলে যোগ দিতে রমনার পথে খালেদা
** বিজয় অর্জন না হওয়া পর্যন্ত সংগ্রাম
** শোক প্রস্তাবে শুরু বিএনপির কাউন্সিল
** বিএনপির কাউন্সিল, শাহবাগ-পল্টনে দীর্ঘ যানজট
** আসতে শুরু করেছেন বিদেশি অতিথিরাও
** বিএনপির কাউন্সিলের শুরুতেই বিশৃঙ্খলা
** বিএনপির কাউন্সিল উদ্বোধন করলেন খালেদা
** এসেছেন বিদেশি অতিথিরাও, শুভেচ্ছা বার্তা সম্প্রচার
** সকাল ১০টায় শুরু বিএনপির কাউন্সিল
** ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর ক্ষমতা বাটোয়ারা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।