ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

লালপুরে আ.লীগ-বিদ্রোহী প্রার্থীর কর্মীদের সংঘর্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
লালপুরে আ.লীগ-বিদ্রোহী প্রার্থীর কর্মীদের সংঘর্ষ

নাটোর: নাটোরের লালপুর উপজেলায় চংধুপইল ইউনিয়নে বিএনপি প্রার্থীর পোস্টার টাঙানোকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এ ঘটনায় আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়।

সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১৯ মার্চ) রাত পৌনে ৮টার দিকে ইউনিয়নের আব্দুলপুর বাজারে এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত পৌনে ৮টার দিকে আব্দুলপুর বাজারে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেনের কর্মীদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী মোজাম্মেল হোসেনের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের ভাতিজা রাসেল আহমেদ (২৫), সম্রাট আলী আলী (২০)  ও ইনছার আলী (৪৫) এবং বিদ্রোহী প্রার্থীর কর্মী রেজাউল করিমসহ (৩৫) ১০ জন আহত হন।

এ সময় বিদ্রোহী প্রার্থীর কর্মীরা দলীয় প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর করে। খবর  পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরআগে দুপুরে বিএনপির প্রার্থী বুলবুল আহমেদের কর্মীরা আব্দুলপুর বাজারে পোস্টার টাঙাতে আসলে আওয়ামী লীগের কর্মীরা বাধা দেয়। এ সময় বিদ্রোহী প্রার্থীর কর্মীদের সহযোগিতায় তারা পোস্টার লাগিয়ে চলে যায়। এ নিয়ে বিদ্রোহী প্রার্থী ও দলীয় প্রার্থীর কর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল।
 
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার বাংলানিউজকে জানান, ঘটনাটি আকস্মিকভাবে ঘটেছে। তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে সবাইকে শান্ত করেছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬ 
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।