ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

বোরহানউদ্দিনে বিদ্রোহীপ্রার্থীর ২ অফিস ভাঙচুরের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
বোরহানউদ্দিনে বিদ্রোহীপ্রার্থীর ২ অফিস ভাঙচুরের অভিযোগ

ভোলা: ভোলার বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল আমিন নীবর মিয়ার দু’টি নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮টায় কুঞ্জেরহাট ও কালীরহাট এলাকায় এ ঘটনা ঘটে।



স্থানীয়রা জানান, কাচিয়া ইউনিয়নের কুঞ্জেহাট ও কালীরহাট বাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল আমিন নীরব মিয়া আনারস প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন। শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই কালীরহাট বাজারে তার নির্বাচনী অফিসে হামলা চালায় দুর্বৃত্তরা।

এ সময় নীরবের লোকজন তাদের ধাওয়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। অপরদিকে কুঞ্জেরহাট বাজারে দুর্বৃত্তরা তার অপর একটি অফিসও ভাঙচুর করেছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ রায় চৌধ‍ুরী বাংলানিউজকে বলেন, দুই গ্রুপের মধ্যে উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অফিস ভাঙচুরের বিষয়টি সত্য নয়।

বাংলাদেশ সময়: ২৩৩১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।