ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

দেবিদ্বারে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
দেবিদ্বারে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বারের ২ নম্বর ইউছুফপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ডা. জসিম উদ্দিন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

শুক্রবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার ইউছুফপুর আইডিয়াল হাই স্কুল মাঠে এক নির্বাচনী সভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তফা কামাল চৌধুরীকে সমর্থন দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।



ইউছুফপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় এ  ইউনিয়নে মোস্তফা কামাল চৌধুরী  (নৌকা), মো. নাছির সরকার (ধানের শীষ), মোহাম্মদ আলী (চশমা), দেলোয়ার হোসেন সরকার (ঘোড়া), মো. আনোয়ারুল হক (টেলিফোন) ও মো. শাহআলম (রজনীগন্ধা) চেয়ারম্যান পদে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।