ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

হাজীগঞ্জে আ’লীগের ১১ চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
হাজীগঞ্জে আ’লীগের ১১ চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ১২টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামীলীগ।

শনিবার (১৯ মার্চ) রাতে কেন্দ্রীয় সংগঠন থেকে প্রকাশিত তালিকা থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন বাংলানিউজকে এ তথ্য জানান।

প্রার্থীরা হলেন- রাজারগাঁও ইউনিয়নে আব্দুল হাদী মিয়া, ২ নম্বর বাকিলা ইউনিয়ন মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী, ৩ নম্বর কালচোঁ উত্তর ইউনিয়নে মানিক প্রধানিয়া, ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউয়িনে আবু নছর পাটওয়ারী মিন্টু, ৫ নম্বর সদর ইউনিয়নে শফিকুর রহমান মীর, ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নে মো: কবির হোসেন মিয়াজী, ৭ নম্বর বড়কুল পশ্চিম ইউনিয়নে মুক্তিযোদ্ধা মনির হোসেন গাজী, ৮ নম্বর হাটিলা পূর্ব ইউনিয়নে সোহরাব হোসেন মিয়াজী, ৯ নম্বর গন্ধর্বপুর উত্তর ইউনিয়নে রফিকুল ইসলাম মিলিটারি, ১০ নম্বর গন্ধর্বপুর দক্ষিণ ইউনিয়নে গিয়াসউদ্দিন বাচ্চু ও ১১ নম্বর হাটিলা পশ্চিম ইউনিয়নের জাকির হোসেন লিটু।

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান বাংলানিউজকে বলেন, হাজীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়ন নির্বাচন আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। উপজেলার নবগঠিত দ্বাদশ গ্রাম ইউনিয়নে এ ধাপে নির্বাচন হচ্ছে না। কারণ নির্বাচনী সার্ভেয়ারে দ্বাদশ গ্রাম ইউনিয়নটি যুক্ত না হওয়ায় পরবর্তী ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৩৫৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।