ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

সিইসি’র সাক্ষাৎ চেয়েও পায়নি বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
সিইসি’র সাক্ষাৎ চেয়েও পায়নি বিএনপি

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাক্ষাৎ চেয়েও বিএনপি’র একটি প্রতিনিধি দল তা পায়নি বলে অভিযোগ করেছে দলটি।

মঙ্গলবার (২২ মার্চ) বিএনপির গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির বাংলানিউজকে এ অভিযোগ করেন।



তিনি অভিযোগ করে বলেন, আমাদের চেয়ারপার্সনের একান্ত সচিব আবদুস সাত্তার সকাল সাড়ে ৯টা‍র দিকে সিইসি’র সাক্ষাতের সময়সূচি চেয়ে আবেদন করলেও তাতে কোনো সাড়া মেলেনি এখনো।

এদিকে, সিইসির একান্ত সচিব একেএম মাজহার বাংলানউজকে জানান, বিএনপির চেয়ারপার্সনের একান্ত সচিব সময়ের জন্য সকালে যোগাযোগ করেছিলেন। বিষয়টি সিইসিকে জানানো হয়েছে। তিনি এখনো কিছু জানাননি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ইউপি নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে অভিযোগ দায়ের ও আলোচনার জন্যই সিইসির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন শায়রুল কবির।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
ইইউডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।