ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজদিখানে সংঘর্ষে পুলিশসহ আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
সিরাজদিখানে সংঘর্ষে পুলিশসহ আহত ১০

মুন্সীগঞ্জ: জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সিরাজদিখানের বালুরচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের খাসমহল বালুচর কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিন পুলিশসহ ১০ জন আহত হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩ রাউন্ড গুলিবর্ষণ করেছে।

আহতদের মধ্যে সহকারী উপ-পরিদশক (এএসআই) রাজিব ও কনস্টেবল মেহেদি হাসানের নাম পাওয়া গেছে।

মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার  (লৌহজং সার্কেল) সামছুজ্জামান বাবু বংলানিউজকে জানান, দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে জালভোট নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।