ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বরগুনায় ২ চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
বরগুনায় ২ চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

বরগুনা: প্রশাসনের পক্ষপাতিত্ব ও ভোট কারচুপির অভিযোগে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নে বিএনপি চেয়ারম্যান প্রার্থী আবদুল আজিজ শরীফ ও স্বতন্ত্র প্রার্থী মাহবুব হোসেন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১২টায় তারা নির্বাচন বর্জনের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।



বিএনপির প্রার্থী আবদুল আজিজ শরীফ বাংলানিউজকে জানান, আওয়ামী লীগের প্রার্থী সিদ্দিকুর রহমানের সমর্থকরা সকাল থেকেই তার কর্মীদের ওপর হামলা করছে। কিন্তু প্রশাসন কোনো ভূমিকা না নিয়ে উল্টো তার কর্মীদের ওপর চড়াও হচ্ছে।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুব হোসেন বলেন, প্রশাসনের ভূমিকা নিয়ে আমরা হতবাক।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।