ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে ভোট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তুষ্ট কর্মকর্তারা

নাসির উদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
সিলেটে ভোট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তুষ্ট কর্মকর্তারা

সিলেট: সিলেট সদর উপজেলার কান্দিরগাঁও ইউনিয়নের দুর্গম কেন্দ্র বলাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকায় রয়েছে নাম।

মঙ্গলবার (২২ মার্চ) ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই কেন্দ্রেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। রয়েছে ভোটারদের স্বতস্ফূর্ত উপস্থিতিও।

কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার নূর নবী বাংলানিউজকে বলেন, কেন্দ্রটি খুবই দুর্গম এলাকায়। যাতায়াতের একমাত্র রাস্তাটিও কাঁচা। তবে সকাল থেকে কেন্দ্রের সাতটি বুথে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এই কেন্দ্রে ২ হাজার ৩৭৩ ভোটের প্রায় ৫০ শতাংশ কাস্ট হয়েছে।

এই কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ সার্জন সুজন আহমেদ জানান, সকাল থেকে শান্তিপূর্ণ পরিস্থিতিতে ভোট গ্রহণ চলছে। কেন্দ্রে তিনিসহ ১৭ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।

উপজেলার টুকেরবাজার ইউনিয়নের টুকেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটাদের স্বতস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রশাসনের তালিকাভূক্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর অন্যতম একটি এই কেন্দ্রও। অথচ সেখানে শান্তিপূর্ণভাবে ভোট উৎসব চলতে দেখা গেছে।

একই ইউনিয়নের হাজী আব্দুস সত্তার উচ্চ বিদ্যালয়েও শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে বলে জানিয়েছেন সেখানকার প্রিসাইডিং অফিসার মো. বিল্লাল উদ্দিন।

তিনি বলেন, এই কেন্দ্রে ৩ হাজার ৫৯৫ ভোটদের মধ্যে দুপুর পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

কান্দিরগা‍ঁওয়ের ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ১ ভোটের মধ্যে দুপুর পর্যন্ত প্রায় ১৭ শ’ ভোট কাস্ট হয়েছে বলে জানান সেখানকার প্রিসাইডিং অফিসার আব্দুল মুছাদ্দেক তারেক।

উপজেলার মৈয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার কামরুজ্জামান আলমগীর জানান, তার কেন্দ্রে ১ হাজার ৫৫৬ ভোটের মধ্যে দুপুর পর্যন্ত প্রায় ৪০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। তবে কোনো ধরনের গোলযোগ হয়নি।

৬৯ নং গোয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার ২৫৩ জন ভোটারের মধ্যে দুপুর পর্যন্ত প্রায় ৩৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

এদিকে, ভোটগ্রহণ চলাকালে দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের রঙ্গিটিলা কেন্দ্রের বাইরে প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি হলে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান সেখানে দায়িত্বরত মহানগরীর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন।

সিলেট মহানগরীর জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রার্থীর সমর্থকরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে আইন-শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট সদর উপজেলার আটটি ইউনিয়নের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৮টা থেকে ৯৫টি নির্বাচনী কেন্দ্রের ৬০৪টি কক্ষে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ইউনিয়নগুলো হলো- ১ নং জালালাবাদ, ২ নং হাটখোলা, ৩ নং খাদিমনগর, ৪ নং খাদিমপাড়া, ৫ নং টুলটিকর, ৬ নং টুকেরবাজার, ৭ নং মোগলগাঁও ইউনিয়ন এবং ৮ নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ।
 
৮টি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে ৪৯০ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৪০ জন, সংরক্ষিত মহিলা পদে ৯১ জন এবং সাধারণ সদস্য পদে ৩৫৯ জন প্রার্থী রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এনইউ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।