ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ফুলপুরে চেয়ারম্যান প্রার্থী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
ফুলপুরে চেয়ারম্যান প্রার্থী আটক

ময়মনসিংহ: ব্যালট পেপার ছিনতাইয়ের ‍অভিযোগে ময়মনসিংহের ফুলপুরের ছয় নম্বর পয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী এনামুল কবিরকে (৪০) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুর ২টার দিকে স্থানীয় ইমাতপুর ভোট কেন্দ্র থেকে পুলিশ তাকে আটক করা হয়।



ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ বাংলানিউজকে জানান, ভুল বোঝাবুঝির কারণে তাকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনা হয়েছে।

স্থানীয় সূত্রে জানায়, ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টাকালে তাকে পুলিশ হাতে-নাতে আটক করা হয়।

জানতে চাইলে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক বাংলানিউজকে জানান, ওই প্রার্থী ব্যালট পেপার নিয়ে দৌঁড় দিয়েছিলেন। এ কারণে তাকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এএটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।