ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

কাউন্সিলে ‘সম্রাজ্ঞী’র ক্ষমতা পেয়েছেন খালেদা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
কাউন্সিলে ‘সম্রাজ্ঞী’র ক্ষমতা পেয়েছেন খালেদা

ঢাকা: সদ্য সমাপ্ত সম্মেলনের মধ্য দিয়ে বিএনপির চেয়ারপারন খালেদা জিয়াকে ‘সম্রাজ্ঞী’র ক্ষমতা দেওয়া হয়েছে বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাবেক পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (২২ মার্চ) সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।



ড. হাছান মাহমুদ বলেন, ‘এতোদিন খালেদা জিয়া চাইলে কমিটি ভেঙে দিতে পারতেন। আর এ সম্মেলনের মধ্য দিয়ে উনাকে (খালেদা জিয়া) চাইলেই কমিটি গঠন করারও ক্ষমতা দেওয়া হয়েছে। অর্থ্যাৎ খালেদা জিয়াকে এখন সম্রাজ্ঞীর মতো ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। ’

‘যে দলে কাউন্সিলের আগে নেতৃত্ব নির্বাচিত হয়, ক্ষমতার মসনদে বসার জন্য যে দল জনগণকে শত্রু বানায়, সে দলকে দিয়ে আর যাই হোক দেশের কোনো উন্নয়ন সম্ভব নয়,’ বলেন তিনি।

প্রথম দফার ইউপি নির্বাচন নিয়ে সাবেক বনমন্ত্রী  বলেন, অতীতের যে কোনো স্থানীয় নির্বাচনের চেয়ে বর্তমানে দেশের স্থানীয় নির্বাচন আরও বেশি সুষ্ঠু হচ্ছে। এমনকি পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের চেয়েও বর্তমানে আমাদের দেশের স্থানীয় নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে।

‘তবে নির্বাচনের ভোটগ্রহণ শেষে দেখা যাবে, বিকেলে বিএনপি সংবাদ সম্মেলন করে নির্বাচন নিয়ে নানা অভিযোগ করছে। ’

প্রয়াত জিল্লুর রহমানের স্মরণে ড. হাছান মাহমুদ বলেন, যারা রাজনীতিকে ব্রত হিসেবে নিয়ে ছিলেন তাদের মধ্যে জিল্লুর রহমান ছিলেন একজন। তার জীবন থেকে আমাদের অনেক কিছ‍ু শেখার আছে। আওয়ামী লীগের একজন কর্মী থেকে দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি।

সংগঠনের নেতা এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ১৪ দল নেতা হারুন চৌধুরী, শিক্ষক নেতা শাজাহান সাজু, আওয়ামী লীগ নেতা অরুণ সরকার রানা,এম এ করিম,আসাদুজ্জামান দুর্জয় প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।