ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ফুলপুরে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবিদ্ধ ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
ফুলপুরে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবিদ্ধ ১

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে ২নং রামভদ্রপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগণনার সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় একজন গুলিবিদ্ধসহ ৪জন আহত হয়েছেন।



মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে ওই এলাকার খরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ফলাফল ঘোষণার সময় এ ঘটনা ঘটে।

এ সময় মো. জয়নুদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তিনি স্থানীয় দেওখালী গ্রামের বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটগ্রহণ শেষে বিকেল গণনা শেষে ফলাফল ঘোষণার সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উত্তেজনা ছড়িয়ে পড়লে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ।

এতে জয়নুদ্দিন গুলিবিদ্ধ হন। তিনি বাংলানিউজকে বলেন, দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখে আমি দৌড়ে পালাচ্ছিলাম। এসময় পুলিশ আমাকে গুলি করে।

একই সঙ্গে লাঠির আঘাতে আহত হন মো. মোজাম্মেল (৪০), মো. বাচ্চু (৪৫) আবদুস সোবাহান (৫০)।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের নিবন্ধক হেলাল উদ্দীন বাংলানিউজকে বলেন, আহতদের হাসপাত‍ালে ভর্তি করা হয়েছে।

তবে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ বাংলানিউজকে বলেন, ‘কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। উত্তেজনা ছড়িয়ে পড়ার খবরও নাই। ’

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।