ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

মঠবাড়িয়ায় ভোট কেন্দ্রে সংঘর্ষে নিহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
মঠবাড়িয়ায় ভোট কেন্দ্রে সংঘর্ষে নিহত ৫

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীছাফা ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট গণনাকালে সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন-সোহেল (২৫),  শাহাদত (৩০), কামরুল মৃধা (২৫),  বেলাল (৩০) ও সোলায়মান (২০)।



মঙ্গলবার (২২ মার্চ) রাতে ওই ইউনিয়নের সাপা ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে জানান, রাতে ভোট গণনার সময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকরা ওই কেন্দ্র অবরোধ করে রাখে। এসময় দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ভোট গণনা স্থগিত করে রাখেন।

জোর করে কেন্দ্রে প্রবেশ করতে চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বরত বিজিবি সদস্যরা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এসএইচ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।