ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

কুতুবদিয়ায় বিএনপি ৩, আওয়ামী লীগ ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
কুতুবদিয়ায় বিএনপি ৩,  আওয়ামী লীগ ২

কক্সবাজার:  ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুতুবদিয়ায় বিএনপির ৩ জন, আওয়ামী লীগের ২ জন ও জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে একজন বেসরকারিভাবে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

উত্তর ধুরুং ইউনিয়নে জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী আ স ম শাহরিয়ার চৌধুরী ৪ হাজার ৫১০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী ইয়াহিয়া ২ হাজার ৬৩০ ভোট পেয়েছেন।  

দক্ষিণ ধুরুং ইউনিয়ন নির্বাচনে বিএনপি প্রার্থী ছৈয়দ আহমদ ৩ হাজার ৩০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।   তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন আল আজাদ, ৩ হাজার ১০২ ভোট ।  

লেমশীখালি ইউনিয়ন নির্বাচনে বিএনপি প্রার্থী আকতার হোসাইন ৫ হাজার ৫৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।   তার  নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী ছৈয়দ আহমদ কুতুবী ২ হাজার ৩৯৬ ভোট পেয়েছেন।

আলী আকবর ডেইলে আওয়ামী লীগ প্রার্থী নুরুচ্ছফা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বড়ঘোপে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট ফরিদুল ইসলাম বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।  

কৈয়ারবিলে বিএনপি প্রার্থী জালাল আহমেদ বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
টিটি/এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।