ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচনী সহিংসতায় ৪ জেলায় নিহত ৯

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
নির্বাচনী সহিংসতায় ৪ জেলায় নিহত ৯

ঢাকা: দেশে ৩৬ জেলায় প্রথম দফায় ৭১২ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন চলাকালে ও পরবর্তী সময়ে সংঘর্ষের ঘটনায় ৪ জেলায় ৯ জন নিহত হয়েছেন।

আহত হয়েছেন বেশ কয়েকজন।

এদের মধ্যে পিরোজপুরে ৫ জন, কক্সবাজারে ২ জন, নেত্রকোনায় ১ জন ও সিরাজগঞ্জে ১ জন।

বাংলানিউজের পিরোজপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জানান, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানিচাপা ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট গণনাকালে সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন-সোহেল (২৫),  শাহাদত (৩০), কামরুল মৃধা (২৫),  বেলাল (৩০) ও সোলায়মান (২০)।

মঙ্গলবার (২২ মার্চ) রাতে ওই ইউনিয়নের সাপা ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে জানান, রাতে ভোট গণনার সময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকরা ওই কেন্দ্র অবরোধ করে রাখেন। এ সময় দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ভোট গণনা স্থগিত করেন।

জোর করে কেন্দ্রে প্রবেশ করতে চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বরত বিজিবি সদস্যরা গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়।

কক্সবাজার থেকে স্টাফ করেসপন্ডেট জানান, ব্যালেট বাক্স ছিনতাইয়ের চেষ্টাকালে আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ প্রার্থী ও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীর সংঘর্ষে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল হোসেনের ভাই মোহম্মদ গফুর (৩০) নিহত হয়েছেন।

রাত সাড়ে ১০টার দিকে মুন্ডার পাড়া বড় মাদ্রাসা কেন্দ্রের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

প্রত্যেক্ষদর্শীরা জানান, আইনশৃঙ্খলা বাহিনী ব্যালেট বক্স নিয়ে উপজেলা মিলনায়তনে আসার চেষ্টা করলে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা বাধা দেন। এ সময় আ. লীগের বিদ্রোহী প্রার্থীর লোকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের ওপর হামলা করে।

দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিরোধ গড়ে তোলেন। পরবর্তীতে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা এগিয়ে এলে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। এ সময় গুলিবিদ্ধ হন গফুর।

পরবর্তীতে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ সংঘর্ষে নিহত হওয়ার বিষয়টি জানান

এদিকে, ভোট গণনাকে কেন্দ্র করে টেকনাফের শাহপরীরদ্বীপের ৭নং ওয়ার্ড কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে শফিক নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

রাত ৮টার দিকে মেম্বার পদপ্রার্থী নুরুল আমিন ও সেলিমের সমর্থকের মধ্যে এ ঘটনা ঘটে।

নিহত যুবক শফিক শাহপরীরদ্বীপ মাঝরপাড়ার দুদু মিয়ার ছেলে ও সেলিমের সমর্থক।
 
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ রাত ১০টায় বাংলানিউজকে শফিক নিহতের বিষয়টি জানান।

বাংলানিউজের নেত্রকোনা ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জানান, নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ৩নং খালিয়াজুরী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি কেন্দ্রে ভোট গণনার সময় সংঘর্ষে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী গোলাম আবু ইছহাকের ছোট ভাই গোলাম আবু কাওসার (৩০) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ মার্চ) রাতে আধাউড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার সময় দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খান মোহাম্মদ আবু নাসের বাংলানিউজকে একজন নিহত হওয়ার খবর জানিয়েছেন।

সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জানান,  সিরাজগঞ্জের রায়গঞ্জের নির্বাচনে মেম্বর পদে বিজয়ী ও পরাজিত প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নওনাই বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন।

মঙ্গলবার (২২ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের জয়ানপুর ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত নয়না বেগম ওই গ্রামের ইনছাব আলীর স্ত্রী।

রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক কঙ্কন বিশ্বাস বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী মেম্বর প্রার্থী বিএনপি সমর্থিত নবাব আলী  বৈদ্যুতিক পাখা) ও পরাজিত প্রার্থী সামিদুল ইসলামের (ফুটবল) সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে দু’পক্ষের সংঘর্ষের মাঝখানে পড়ে ঘটনাস্থলেই ওই মহিলা মারা যান। এ সময় উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬/ আপডেট: ০০৩৫ ঘণ্টা
পিসি/ টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।