ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

মহেশপুরে ৩ নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
মহেশপুরে ৩ নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, আহত ৪

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল মালেকের তিনটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। এ সময় আহত হয়েছেন চারজন।

তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

 

মঙ্গলবার (২৯ মার্চ) ভোরে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোরে বাঁশবাড়িয়া ইউনিয়নের সুন্দরপুর, মমিনতলা ও ভোলাডাঙ্গা গ্রামের তিনটি নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ভাঙচুর করেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুদুর রহমান মল্লিকের সমর্থকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বাংলানিউজকে জানান, দুর্বৃত্তরা নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর করেছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।