ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সৎ-নিষ্ঠাবানরা রাজনীতিতে নেতৃত্ব দিতে পারছে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
সৎ-নিষ্ঠাবানরা রাজনীতিতে নেতৃত্ব দিতে পারছে না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন রাজনীতিতে সৎ ও নিষ্ঠাবানরা নেতৃত্ব দিতে পারছেন না। রাজনীতি এখন ব্যবসায় পরিণত হয়েছে।



মঙ্গলবার (২৯মার্চ) বিকেলে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে জেলা জাপার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথমার্ধে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, দেশ এখন এক পায়ে চলছে, দুর্নীতিতে ছেয়ে গেছে। ব্যাংক থেকে টাকা লুটপাট হচ্ছে।   এভাবে দেশ চলতে পারে না।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি একটি ব্যর্থ রাজনৈতিক দল। সরকারি দল ও প্রশাসন একাকার হয়েছে। দেশ খুঁড়িয়ে চলছে। এ থেকে উদ্ধার পেতে মানুষ জাতীয় পার্টির দিকে চেয়ে আছে। তাই জাতীয় পার্টি সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে জনগণের ভরসা হতে চায়।

জেলা জাপার আহ্বায়ক অধ্যক্ষ একেএম মাহবুবুল আলম মিঠুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি সারাদেশে প্রার্থী দিয়ে সরকার গঠন করবে। এ লক্ষেই পার্টির তৃণমূল পর্যন্ত সংগঠিত হচ্ছে। এজন্য নেতাকর্মীদের সংগঠিত থাকতে আহ্বান জানান তিনি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর জাপা নেতা সাবেক সাংসদ সওকত হোসেন তরু, সাবেক সাংসদ হোসাইন শাহরিয়ার আসিফ, রংপুর মহানগর জাপার সভাপতি গোলাম মোস্তফা, জেলা জাপার যুগ্ম আহ্বায়ক এসকে খাজা মঈনুদ্দিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রোকন উদ্দিন বাবুল, পাটগ্রাম উপজেলা আহ্বায়ক কুদরত ই এলাহী বাবুল, কালীগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান সবুজ, হাতীবান্ধা জাপা নেতা আবুল কাসেম, আদিতমারী উপজেলা জাপার সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আছির উদ্দিন প্রমুখ।

এরআগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।