ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

চুয়াডাঙ্গায় নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয় ভাংচুর-অগ্নিসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
চুয়াডাঙ্গায় নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয় ভাংচুর-অগ্নিসংযোগ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামের পূর্বপাড়া এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে ভাংচুর-অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

 

মঙ্গলবার (২৯ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যেকোনো ধরনের নাশকতা রোধে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৪৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।