ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

শামা ওবায়েদসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
শামা ওবায়েদসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ঢাকা: বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা এক মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ, প্রেস সচিব মারুফ কামাল খানসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (৩০ মার্চ) মামলাটির চার্জশিট আমলে নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এ পরোয়ানা জারি করেন।

এর আগে বাড্ডা থানায় ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে দায়ের হওয়ার এ মামলায় ৬০ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ।

চার্জশিটে শামা ওবায়েদ, মারুফ কামাল খান, শিরিন সুলতানা ও সালাউদ্দিনসহ ১৬ জনকে পলাতক দেখানো হয়।

বুধবার মামলাটি আমলে নিয়ে পলাতক ১৬ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
এমআই/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।