ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ইসির নির্দেশে যশোরে মামলা হচ্ছে শাহীন চাকলাদারের বিরুদ্ধে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
ইসির নির্দেশে যশোরে মামলা হচ্ছে শাহীন চাকলাদারের বিরুদ্ধে

যশোর: যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদারের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৩০ মার্চ) রাত সাড়ে ১১টায় পুলিশ সুপারের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এই নির্দেশ দেওয়া হয়।

যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান বাংলানিউজকে জানান, ইউপি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শাহীন চাকালাদারের বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশনকে জানাতে বলা হয়েছে। সে অনুযায়ী বৃহস্পতিবার (৩১ মার্চ) মামলার  প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে (৩১ মার্চ) যশোর সদর উপজেলার তিন ইউনিয়নের বিএনপি প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় আওয়ামী লীগ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।