ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

সিলেটে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

নাসির উদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
সিলেটে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোয়াইনঘাট (সিলেট) থেকে: দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে দুই উপজেলার ১২৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।

বিকেল ৪টা পর্যন্ত চলছে এ ভোটগ্রহণ।

ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন দাবি নির্বাচন সংশ্লিষ্টদের।

সকাল সোয়া ১০টা পর্যন্ত নির্বাচনী এলাকার কোথাও কোনো ধরণের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি দাবি করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা।

ভোটগ্রহণ শুরুর পর তিনি ৭টি কেন্দ্র পরিদর্শন করেছেন উল্লেখ করে বলেন, সর্বশেষ উপজেলার সবচেয়ে বড়কেন্দ্র কোম্পানিগঞ্জ টুকেরবাজার ইউনিয়নে অবস্থান করছেন।   সিলেট জেলা নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মতে, কোম্পানিগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে কেন্দ্র ৫৪ ও কক্ষ ২৫৯টি। ৬টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৯০ হাজার ৭৫১ জন। এদের মধ্যে নারী ৪৩ হাজার ২০৯ এবং পুরুষ ভোটার ৪৭ হাজার ৫৪২ জন।  

এছাড়া গোয়াইনঘাট উপজেলার ৭টি ইউনিয়নে ৭১ কেন্দ্রের ৩৫১ কক্ষে ভোটগ্রহণ হচ্ছে। উপজেলার ৭টি ইউনিয়নে মোট ১ লাখ ৪৬ হাজার ৬৯ জন ভোটারের মধ্যে নারী ভোটার ৭১ হাজার ৬৬৮ জন পুরুষ ভোটার ৭৪ হাজার ৪০১ জন।

এ দুই উপজেলায় ১২৫টি কেন্দ্রের মধ্যে ৬৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। তন্মধ্যে কোম্পানিগঞ্জে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৩৭টি এবং গোয়াইনঘাটে ৩০টি। তবে এখন কোনো স্থানে গোলযোগের খবর পাওয়া যায়নি।
 
যেসব ইউনিয়নে নির্বাচন হচ্ছে, সেগুলো হলো- গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং, পশ্চিম জাফলং, রুস্তমপুর, আলীরগাঁও, ফতেহপুর, নন্দীরগাঁও, তোয়াকুল। তবে লেংগুরা ইউনিয়ন পরিষদকে ভেঙে সম্প্রতি ২টি ইউনিয়ন পরিষদ গঠিত হওয়ায় এ দুটি ইউপিতে পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠিত হবে।   কোম্পানিগঞ্জ উপজেলার যে ৬টি ইউনিয়নে ভোটগ্রহণ হচ্ছে, সেগুলো হলো-পশ্চিম ইসলামপুর, পূর্ব ইসলামপুর, তেলিখাল, ইছাকলস, উত্তর নিখাই ও দক্ষিণ রনিখাই।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।