ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

মহেশপুরে যুবককে ৫ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
মহেশপুরে যুবককে ৫ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে রফিকুজ্জামান নামে এক যুবকের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী ভূমি কমিশনার ওসমান গণি এ জরিমানা করেন।

ওসমান গণি বাংলানিউজকে জানান, পাশের জেলা মেহেরপুরের বাসিন্দা রফিকুজ্জামান সকালে মহেশপুর উপজেলার কাজীরবের ইউনিয়নের সামান্তপুর ভোটকেন্দ্রে ঘোরা ফেরা করছিলেন। টের পেয়ে স্থানীয়রা তাকে আটক করে। খবর পেয়ে তিনি (ওসমান গণি) এই কেন্দ্রে এসে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।