ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

হাইমচরের গাজীপুর ইউপিতে ১৪ প্রার্থীর ভোট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
হাইমচরের গাজীপুর ইউপিতে ১৪ প্রার্থীর ভোট বর্জন

চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থী ও ১২ সদস্য প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

 

তাদের ভোটার ও সমর্থকদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ায় কারণে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়ে ভোট বর্জন করেন এসব প্রার্থী।

এরআগে বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে গাজীরপুর ইউনিয়নের মেঘনা নদীর পশ্চিমে ট্রলারযোগে কেন্দ্রে যাওয়ার সময় ক্ষমতাসীন দলের প্রার্থীর সমর্থকরা ভোটারদের বাধা দেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ৮টার দিকে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ইসমাইল গাজী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মন্টু পেদা একাধিক ট্রলারযোগে মেঘনার পশ্চিম পাড়ে ভোটকেন্দ্রের উদ্দেশে রওয়ানা হয়। ট্রলারগুলো পাড়ে ভিড়তে গেলে নৌকা মার্কার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাধা দেয়।

এ বিষয়ে উপজেলা রিটার্নিং অফিসার জামাল হোসেন বাংলানিউজকে বলেন, তাদের ট্রলার ভিড়তে দেওয়া হয়নি এমন লিখিত অভিযোগ দিয়েছেন তারা। তবে মেঘনার পশ্চিম পাড়ের কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।