ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

দৌলতপুরে ৪ নির্বাচনী এজেন্ট আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
দৌলতপুরে ৪ নির্বাচনী এজেন্ট আটক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের একটি ভোটকেন্দ্র থেকে চারজন নির্বাচনী এজেন্টকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে আড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন, আড়িয়া ইউনিয়নের আড়িয়া গ্রামের আনারস প্রতীকের এজেন্ট আজীম উদ্দিন (৫০), নৌকা প্রতীকের  আব্দুল খালেক (৩৫), নুর ইসলাম (৩০) ও মামুন (২৮)।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আমজাদ হোসেন বাংলানিউজকে জানান, ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে তাদের আটক করা হয়েছে। তবে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।