ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

চাঁদপুরের ২ উপজেলার ৩ কেন্দ্রে নির্বাচন স্থগিত-বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
চাঁদপুরের ২ উপজেলার ৩ কেন্দ্রে নির্বাচন স্থগিত-বর্জন

চাঁদপুর: চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার কয়েকটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই ও জাল ভোটকে কেন্দ্র করে ভোটগ্রহণ স্থগিত ও ভোট বর্জন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

 

সকাল ১০টায় চাঁদপুর সদরের মৈশাদী ইউনিয়ন পরিষদ কেন্দ্রে নৌকা প্রতীকের সমর্থকরা কেন্দ্র দখল করে জাল ভোট দিয়ে ব্যালট বাক্স ভর্তি করে। পরে খবর পেয়ে জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান সেখানে গিয়ে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন।

একই সময় সদর উপজেলার লোধের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী কর্মীরা কেন্দ্র দখল করার চেষ্টা করলে সেখানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

এসময় সদর উপজেলার কল্যানপুর ও তরপুরচন্ডি ইউনিয়নে নৌকার সমর্থকরা বিভিন্ন কেন্দ্র দখল করে এক তরফা ভোট দেওয়ায় বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচন বর্জন করার ঘোষণা দেন।

এদিকে, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারওয়ার কামাল বাংলানিউজকে বলেন, হাইমচরের চরভৈরবী ইউনিয়নের আজিজিয়া মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র ও প্রিজাইডিং অফিসারকে মারধর করার অভিযোগে স্থায়ীভাবে নির্বাচন স্থগিত করে দেওয়া হয়।   এ সময় সেখানে পুলিশ দুই রাউন্ড গুলি ছোড়ে।

চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বাংলানিউজকে বলেন, কয়েকটি কেন্দ্রে বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়ায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে। তবে কত রাউন্ড গুলি ছোড়া হয়েছে সে বিষয়ে সঠিক কিছু জানা যায়নি। এসময় বেশ কয়েকজনকে আটক করা হয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।