ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

হযরতপুরে শিশু নিহত, বিএনপি প্রার্থীর ভোট বর্জন

রহমত উল্যাহ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
 হযরতপুরে শিশু নিহত, বিএনপি প্রার্থীর ভোট বর্জন

ঢাকা: ইউনিয়ন পরিষদ নির্বাচন (দ্বিতীয় ধাপ) চলাকালে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নে মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গুলিতে শুভ (৯) নামে এ শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ১১টার দিকে ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অপরদিকে ব্যালট ছিনতাই, এজেন্টকে মারধর করার অভিযোগে ভোট বর্জন করেছে বিএনপি প্রার্থী।
 
স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনোয়ার হোসেন আয়নালের লোকজন কেন্দ্রে ঢুকে ভোটারদের ভয়ভীতি দেখায়।
 
ব্যালট ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে। ধাওয়া পাল্টাধাওয়ার সময় শুভ নামে এক শিশু গুলিবিদ্ধ হয়। তবে কে বা কারা গুলি করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
 
পরে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। শুভ একই ইউনিয়নের ঢালিকান্দি গ্রামের হালিম কাজীর ছেলে। শুভ মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
 
নাম প্রকাশ না করার শর্তে একজন মেম্বার প্রার্থী জানান, ‘চেয়ারম্যান প্রার্থী আয়নালের লোকজন ভোটারের হাত থেকে ব্যালট ছিনিয়ে নিয়ে যাচ্ছে। ’
 
তিনি জানান,‘অন্তত ৫০ জন সন্ত্রাসী এসে ব্যালট ছিনতাই করেছে। পরে পুলিশ ধাওয়া দিয়ে গুলি করলে শুভ মারা যায়। প্রশাসন একেবারে নিষ্ক্রিয় ছিল। ’
 
ব্যালট ছিনতাই, এজেন্টকে মারধর করে বের করে দেওয়া ও ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ এনে একই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নুরুল হক রিপন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
 
রিপন বলেন, ‘ভোট তো হচ্ছে না। শুধু আওয়ামী লীগ বললেই ব্যালট নিতে দেয়, আর বিএনপি বললে ভোট দিতে দিচ্ছে না। সেজন্য ভোট বর্জন করলাম। ’
 
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
আরইউ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।