ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ঠাকুরগাঁও-হরিপুর উপজেলার ২টি কেন্দ্রে ব্যালট ছিনতাই-বাক্স ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
ঠাকুরগাঁও-হরিপুর উপজেলার ২টি কেন্দ্রে ব্যালট ছিনতাই-বাক্স ভাঙচুর

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় দু’টি কেন্দ্রে ব্যালট বাক্স ভাঙচুর এবং ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে। এছাড়া রানীশংকৈল উপজেলায় সাধারণ সদস্য পদের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

 

 

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর ১টার দিকে এ সব ঘটনা ঘটে।

হরিপুর উপজেলার হরিপুর ইউনিয়নের দেহট্ট-ভবানন্দপুর সরকারি বিদ্যালয় ও ভোররা হাফিজিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই ও ব্যালটবাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চার/পাঁচজনের একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে দেহট্ট-ভবানন্দপুর সরকারি বিদ্যালয় কেন্দ্রের মহিলা বুথে ঢোকে। সেখানে ব্যালট বাক্স ভাঙচুর করে ১৫০টি ব্যালট পেপার ছিনতাই করে। এর পর আতঙ্কে ভোটাররা কেন্দ্র ত্যাগ করে।

এদিকে সকাল ১১টার দিকে তোররা হাফিজিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সন্ত্রাসীরা ঢুকে ৪৫টি ব্যালট ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার পর ওই কেন্দ্রে দুই ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপে ভোটগ্রহণ শুরু হয়।

জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস বলেন, সন্ত্রাসী যেই হোক না কেন আটক করে আইনের আওতায় আনা হবে। বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ছাড়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বরে জানান তিনি।
 
এর আগে সকাল সাড়ে ১০টায় রানীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের মালঞ্চ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাধারণ সদস্য পদের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়।

এরা হলেন- সাধারণ কাউন্সিলর প্রার্থী আইনুল, আনোয়ার হোসেন, আকবর, নাজমুল, জাকের।

এ ঘটনার পর  এক ঘণ্টা ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ থাকে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।