ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

অভিযোগ নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
অভিযোগ নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিরা

ঢাকা: ইউনিয়ন পরিষদের (ইউপি) দ্বিতীয় ধাপের নির্বাচনে অভিযোগ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল।

 

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেল ৪টার দিকে ইসি সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির প্রতিনিধিদের মধ্যে আছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) সুজাউদ্দিন, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান ও সহ-প্রচার সম্পাদক ইমরান সালেহ প্রিন্স।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬৩৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ হয়, এখন চলছে গণনা। তবে সহিংসতার প্রেক্ষিতে এই ইউপিগুলোর ১৮টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়। সহিংসতায় এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
ইইউডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।