ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় বিএনপির প্রতিবাদ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
বগুড়ায় বিএনপির প্রতিবাদ সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সমাবেশ করেছে বগুড়া জেলা বিএনপি।
 
সোমবার (৪ এপ্রিল) বিকেলে শহরের নবাববাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিবাদ সমাবেশ করা হয়।


 
জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হুদা পপনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চাঁন, সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, খাজা ইফতেখার আহমেদ, কাজী আব্দুর রশিদ, আবুল বাশার, তাজুল ইসলাম, শাহ মো. মেহেদী হাসান হিমু, অ্যাডভোকেট জহরুল আলম, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, আব্দুল মান্নান, মিন্টু বসাক।
 
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির উপদেষ্টা মো. শোকরানা, আব্দুর রহমান, ডা. মামনুর রশিদ মিঠু, মঞ্জুরুল হক মঞ্জু, ইসরাফিল হোসেন দেওয়ান, রোস্তম আলী, জাহিদুল ইসলাম, লুৎফর রহমান, আকরাম হোসেন মন্ডল, জহরুল ইসলাম, আব্দুল জোব্বার টুকু, রাজু আহমেদ, ফারুকুল ইসলাম ফারুক, আতিকুর রহমান আতিক, ফারুক হোসেন, মহিলা কাউন্সিলর স্বপ্ন আক্তার মুক্তি, সোমা, হাসি, মৃদুল, পারভিন, নয়ন তারা, পুতুল, পলাশ, লেমন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৬
এমবিএইচ/কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।