ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন: ঠাকুরগাঁওয়ে জাপার প্রার্থী চূড়ান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
ইউপি নির্বাচন: ঠাকুরগাঁওয়ে জাপার প্রার্থী চূড়ান্ত

ঠাকুরগাঁও: চতুর্থ ধাপে অনুষ্ঠেয় নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১২ ইউনিয়নের মধ্যে আটটি ইউনিয়নে জাতীয় পার্টি প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

 

সোমবার (৪ এপ্রিল) জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়।

মনোনয়ন প্রাপ্তরা হলেন রুহিয়া পূর্ব মোজাম্মেল হক, আখান নগর একরামুল হক, রুহিয়া পশ্চিম রামকৃষ্ণ, আকচাঁ শামসুল ইসলাম, চিলারং সালেকুল হক টুলু, রহিমানপুর উসমান গণি, রায়পুর সামাদ মেম্বার ও জামালপুর পজিদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও জাপার সহ-সভাপতি এস এম সোলায়মান আলী, সহ-সভাপতি শ্যামল কুমার ঘোষ, ঠাকুরগাঁও জাপার সাধারণ সম্পাদক রেজাউল রাজী স্বপন চৌধুরী ও উপজেলা আহ্বায়ক পজিদুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৩১১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।