ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

আ’লীগ নেতাকর্মীরা অবৈধ অস্ত্রে নির্বাচনে মানুষ হত্যায় জড়িত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
আ’লীগ নেতাকর্মীরা অবৈধ অস্ত্রে নির্বাচনে মানুষ হত্যায় জড়িত ছবি: শাকিল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আওয়ামী লীগ নেতাকর্মীরা অবৈধ অস্ত্র ব্যবহার করে চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মানুষ হত্যায় জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।

মঙ্গলবার (০৫ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিতে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ অভিযোগ করেন।

সভায় প্রধান অতিথি ছিলেন হান্নান শাহ।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বিগত কয়েক বছরে আওয়ামী লীগের হাজার-হাজার নেতা কর্মীকে অবৈধভাবে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। যেসব অস্ত্র ইউপি নির্বাচনের ভোটকেন্দ্র দখল এবং সাধারণ জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে।

নির্বাচনের আগে থানায় অস্ত্র জমা নেওয়ার যে প্রচলণ রয়েছে তা মানা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগের ভোট ডাকাতের চেহারা সবার সামনে তুলে ধরতে বিএনপি ইউপি নির্বাচনে বর্জন করছে না, নির্বাচন বর্জন করলে তারা পার পেয়ে যাবে বলেও মন্তব্য করেন হান্নান শাহ।

শেখ হাসিনা ও এরশাদকে ‘পরম বন্ধু’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, স্বৈরাচার এরশাদ ’৮৬ সালে জন প্রত্যাখ্যাত যে নির্বাচন দিয়েছিলেন তাতে অংশ নেন শেখ হাসিনা। আর ২০১৪ সালের শেখ হাসিনার ভোটারবিহীন নির্বাচনে সহযোগী এরশাদ।

সাম্প্রতিক চাঞ্চল্যকর তনু হত্যাকাণ্ড, বাংলাদেশ ব্যাংক কেলেঙ্কারি, খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আদালত অবমাননাসহ বিভিন্ন বিষয়ে সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন হান্নান শাহ।

স্বাধীনতা ফোরাম সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির সহ-স্বেচ্ছা সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ আন্দলনের সভাপতি চৌধুরী রাজিব হাসান রিপন, বিএনপির নারী নেত্রী খালেদা ইয়াসমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
এইচআর/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।