ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

গৌরীপুরে ২৪ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
গৌরীপুরে ২৪ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ১০টি ইউনিয়নে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৫৩ প্রার্থীর মধ্যে ২৪ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।

 

গত ৩১ মার্চ এ উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (০৫ এপ্রিল) উপজেলা নির্বাচন অফিসার একেএম মূসা এ তথ্য জানান।

উপজেলায় জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন- মইলাকান্দা ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী এম এ সাত্তার, স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ, অচিন্তপুরে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম, মো. আব্দুল হাই, দুলাল ফকির, রোকনুজ্জামান, সাইফুল ইসলাম, মাওহাতে বিএনপির এমদাদুল হক, স্বতন্ত্র প্রার্থী আঙ্গুরা আক্তার, শামছুজ্জামান, খসরুজ্জামান খান, সহনাটিতে বিএনপির জিয়াউল আবেদীন, স্বতন্ত্র প্রার্থী বুলবুল আহাম্মেদ, বোকাইনগরে স্বতন্ত্র প্রার্থী  কামাল হোসেন, শরিফুল ইসলাম, রামগোপালপুরে স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম, ডৌহাখলায় জাকের পার্টির শমসের আলী, ভাংনামারীতে বিএনপির এম এ কাশেম, জাতীয় পার্টির মো. চাঁন মিয়া, স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক এবং সিধলাতে বিএনপির মো. উছমান গণি, জাতীয় পার্টির আব্দুস ছালাম, স্বতন্ত্র প্রার্থী সেকান্দর আলী ও সেলিম আহাম্মেদ।

উপজেলার বোকাইনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. কামাল হোসেন সর্বোচ্চ কম মাত্র ১৩ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। একই ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম পেয়েছেন মাত্র ৭৮ ভোট।

ভাংনামারী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক ৬০ ভোট, জাতীয় পার্টির চাঁন মিয়া ১শ’ ২৯ ভোট, বিএনপির এম এ কাশেম ২শ’ ৬২ ভোট, সিধলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সেকান্দর আলী ৫৭ ভোট, সেলিম আহাম্মেদ ১শ’ ৬৫ ভোট, জাতীয় পার্টির আব্দুস ছালাম ৫শ’ ৫৮ ভোট, অচিন্তপুরে স্বতন্ত্র প্রার্থী রোকনুজ্জামান ৪৪ ভোট, দুলাল ফকির ৮৬ ভোট, মাওহাতে বিএনপির এমদাদুল হক ৪শ’ ৮৬ ভোট, সহনাটিতে স্বতন্ত্র প্রার্থী বুলবুল আহাম্মেদ ১শ’ ৩৫ ভোট ও ২নং গৌরীপুরে বিএনপির প্রার্থী এম এ সাত্তার  ৫শ’ ৫৮ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।