ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা সুলতানের প্রথম মৃত্যুবার্ষিকী বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
বিএনপি নেতা সুলতানের প্রথম মৃত্যুবার্ষিকী বুধবার

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান সুলতানের প্রথম মৃত্যুবার্ষিকী বুধবার (০৬ এপ্রিল)।

মঙ্গলবার (০৫ এপ্রিল) সাবেক এই সংসদ সদস্যের ছেলে মুশফিকুর রহমান বাংলানিউজকে জানান, মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার মিলাদ মাহফিল ও স্মরণসভার আয়োজন করবে স্থানীয় বিএনপি।

একইদিন বিকেলে পৌরশহরের শিবগঞ্জ রোড পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে দোয়া, মিলাদ মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হবে।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।

২০১৫ সালের ৬ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ফজলুর রহমান সুলতান।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
ওএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।