ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি নালিশের রাজনীতিতেই অভ্যস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
বিএনপি নালিশের রাজনীতিতেই অভ্যস্ত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নালিশের রাজনীতিতেই অভ্যস্ত, তবে এখন তাদের উচিত শুধু নালিশ না করে রাজনৈতিক মাঠে সক্রিয় হওয়া।

 

বুধবার (৬ এপ্রিল) দুপুরে ফেনী সরকারি জিয়া মহিলা কলেজে ফেনী পৌরসভার অর্থায়নে মরহুম কমিশনার জয়নাল আবদীন গ্রন্থাগারের আনুষ্ঠানিক উদ্বোধনকালে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

 

মন্ত্রী বলেন, বিএনপি বর্জন করার জন্যই ইউপি নির্বাচনে অংশগ্রহণ করছে। নির্বাচন করার জন্য তারা নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি। দেশের অনেক ইউনিয়নে দলটি তাদের প্রার্থীই দিতে পারেনি। শুধু ভিত্তিহীন নালিশ করলেই তো হবে না। সুনির্দিষ্ট তথ্যের আলোকে অভিযোগ করলে সরকার অবশ্যই তাদের কথা শুনবে।  

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচারের ব্যাপারে মন্ত্রী বলেন, তনু হত্যাকাণ্ড প্রধানমন্ত্রীকেও ব্যথিত করেছে। তিনি আশ্বাস দিয়েছেন দেশের প্রচলিত আইনেই খুব দ্রুত এ হত্যাকাণ্ডের বিচার করা হবে।

তেল ও গ্যাসের দামের ব্যাপারে মন্ত্রী বলেন, তেল গ্যাসের দাম কমেছে, পরিবহনের ভাড়াও কমবে। আর তা নির্ধারণ করবে বিআরটিএ।
গ্রন্থাগার উদ্বোধনের পর কলেজের বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

কলেজ অধ্যক্ষ প্রফেসর ফাতেমা আফরোজের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ জাহানারা বেগম সুরমা, ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, পুলিশ সুপার রেজাউল হক, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।