ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্র ফেডারেশনের কুশপুতুল দাহের কর্মসূচিতে পুলিশের বাধা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
ছাত্র ফেডারেশনের কুশপুতুল দাহের কর্মসূচিতে পুলিশের বাধা

ঢাকা: বাঁশখালীতে চারজন নিহতের প্রতিবাদে এবং সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।

 

বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে মশাল মিছিল বের করে সংগঠনটি।

মশাল মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুত‍ুল দাহ করতে গেলে তাতে বাধা দেয় পুলিশ। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ সদস্যদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সৈকত মল্লিকের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক উৎসব মোসাদ্দেক, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, অর্থ সম্পাদক মিজান রহমান, রাজনৈতিক শিক্ষাবিষয়ক সম্পাদক জাহিদ সুজন, সমাজকল্যাণ সম্পাদক সাদিক রেজা, দপ্তর সম্পাদক কাকন বিশ্বাস, ঢাবি শাখা সভাপতি উম্মে হাবিবা বেনজিরসহ কেন্দ্রীয় ও শাখার নেত‍ারা।

সভাপতির বক্তব্যে সৈকত মল্লিক বলেন, তনুসহ সারাদেশে অব্যাহতভাবে ধর্ষণের ঘটনা ঘটলেও কোনো বিচার হচ্ছে না উপরোন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার-আইন সবকিছুই খুনি-ধর্ষক-লুটেরাদের রক্ষার পক্ষে সাফাই গাইছে। গত ৪ এপ্রিল বাঁশখালীতেও দিন-দুপুরে পুলিশ এবং এস আলম গ্রুপের সন্ত্রাসীরা গুলি করে ৬ জন মানুষকে হত্যা করে জনগণের বিরুদ্ধেই মামলা করেছে।

তিনি আরও বলেন, এসব ঘটনার দায় স্বরাষ্ট্রমন্ত্রীর। কিন্তু আমরা বড় দুঃখের সাথে, বিস্ময়ের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীসহ কর্তৃপক্ষের দায়িত্বহীনতা প্রতীয়মান হচ্ছে। আমরা এই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
পিআর/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।