ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন সুষ্ঠু করার দাবি চাটখিল বিএনপির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
ইউপি নির্বাচন সুষ্ঠু করার দাবি চাটখিল বিএনপির

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন (ইউপি) নিরপেক্ষ, সন্ত্রাসমুক্ত, অবাধ ও সুষ্ঠু করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিলের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

তিনি বলেন, নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। ফলে নির্বাচন কমিশন আজ প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এ নির্বাচন কমিশন দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেশের মানুষ আশা করতে পারে না। তাই ৩য় দফার ইউপি নির্বাচন (২৩ এপ্রিল) অবাধ ও সুষ্ঠু করতে না পারলে নির্বাচন কমিশন ও সরকারের পদত্যাগ করা উচিত।

তিনি আরও বলেন, ২৩ এপ্রিল চাটখিলের ৯ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরমধ্যে চেয়ারম্যান পদে ৮ ইউনিয়নে নির্বাচন হবে।

তফসিল ঘোষণার পর থেকে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের প্রচার-প্রচারণায় নিয়মিত বাধা, হামলা ও ভাঙচুর চালিয়ে আসছে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা।

তিনি অভিযোগ করে বলেন, শুক্রবার উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী আবু ছায়েদের নির্বাচনী প্রচারণায় গেলে আ’লীগ প্রার্থীর সমর্থকরা সেখানে বাধা দেয়।

এছাড়া বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ১নং সাহাপুর ইউনিয়নে বিএনপি প্রার্থীর প্রচারণার মাইক ও গাড়ি ভাঙচুর করে আওয়‍ামী লীগ সমর্থকরা। পুলিশ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বাড়ি গিয়ে তাদের ধাওয়া করছে এবং মামলা দিয়ে গ্রেফতার করার ভয়ও দেখানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে ২৩ এপ্রিল অনুষ্ঠেয় চাটখিলের ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ দেশের প্রত্যেকটি ইউপি নির্বাচন নিরপেক্ষ, সন্ত্রাসমুক্ত, অবাধ ও সুষ্ঠু করার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- চাটখিল উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহিম, সোনাইমুড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল, নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাহার উদ্দিন, সাবেক সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কাজী কবির আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ জাফর উল্লা রাসেল,  ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও জেলা সভাপতি নুরুল আমিন খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।