ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

মুজিবনগর সরকার বাংলাদেশের ইতিহাসের মাইলফলক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
মুজিবনগর সরকার বাংলাদেশের ইতিহাসের মাইলফলক  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, মুজিবনগর সরকার বাংলাদেশের ইতিহাসের মাইলফলক। বাংলাদেশের জন্য মুজিবনগর সরকারের গুরুত্ব অপরিসীম।

মুজিবনগর সরকার অস্থায়ী সরকার ছিলো না, এটা বাংলাদেশের সর্ব প্রথম সরকার। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার সময় বাংলাদেশে কার্যত কোনো সরকার ছিলোনা।

বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করা হলেও তাকে সরকার প্রধান হিসেবে ঘোষণা দেওয়া বাংলাদেশ সরকারের রূপরেখায় ১৯৭১’র ১০ এপ্রিল পর্যন্ত স্পষ্ট ছিলোনা বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (১৬ এপ্রিল) বিকেলে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
  
তিনি বলেন, ১৯৭১ সালের ১০ এপ্রিল ১৯৭০’র নির্বাচনে বিজয়ী জাতীয় পরিষদের সদস্যরা আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ সরকার গঠন করেন এবং এ সরকার ১৭ এপ্রিল কুষ্টিয়া জেলার মেহেরপুরের বৈদ্যনাথ তলার (যেটিকে পরে মুজিবনগর নামে নামকরণ করা হয়) একটি আমবাগানে শপথ গ্রহণ করেন।
 
তিনি বলেন, ১৭ এপ্রিল শপথ নিলেও ১০ এপ্রিল সরকার গঠনের পর সেইদিনই তারা স্বাধীনতার ঘোষণাপত্র গ্রহণ করেন।  

আওয়ামী লীগের ইতিহাসে অভিষেক অনুষ্ঠান করা হয় না উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ কুষ্টিয়ায় নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান চালু করে ইতিহাস সৃষ্টি করেছেন। এরপর থেকে প্রতিটি জেলা এবং উপজেলায় এরকম অভিষেক অনুষ্ঠান চালুর তাগিদও দেন তিনি।  
 
অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক বাণিজ্য মন্ত্রী ফারুখ খান, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ডাবলু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক  অ্যাডভোকেট আফজাল হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী। এসময় জেলা আওয়ামী লীগ, থানা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ১৬ এপ্রিল, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।